স্মৃতির আয়নায় ভেসে উঠে
সদা হাসিমাখা একটি মুখ
আমি তাকিয়ে থাকি একমনে
তারপর যন্ত্রণারা বিঁধতে থাকে
অর্জুনের বাণের মতো
নিকোটিন পুড়ে, হৃদয় পুড়ে
ধোঁয়া বের হয়, ঠোঁট কালো হয়
দিন কেটে যায়, রাত কেটে যায়
সেই মুখটি, আহা! সেই মুখটি
স্মৃতির আয়নায় ভেসে উঠে


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


