
ব্যান করার পক্ষের মতঃ
১. যে ফেসবুক আমাদের ধর্মের উপর আঘাত হানে তা চাই না।
২. এর অপব্যবহার এর কারণে অনেকের সম্মান ও ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
৩. ফেসবুক ব্যবহার করে আমাদের কিশোর তরুণরা বখে যাচ্ছে।
৪. ফেসবুক শুধু মাত্র ফ্লার্ট করার একটা আড্ডাখানা, আর কিছু না।
৫. ফেসবুকে যে সময় নষ্ট হয় তা অন্য যে কোন খানে দিলে দেশ ১০০ বছর এগিয়ে যেত।

ব্যান করার বিপক্ষের মতঃ
১. এইটা ডিজিটাল বাংলাদেশ ধারণার পরিপন্থি।
২. এতে গণতান্ত্রিক অধিকার হরণ হচ্ছে।
৩. বাংলাদেশের ইমেজ ক্ষুন্ন হবে।
৪. পাকিস্তানের ভূত এখনো মাথা থেকে নামে নাই।
৫. ফেসবুক এর মত এমন মহান প্লাটফর্ম আর একটাও নেই।
পাঠক, আপনি কোন পক্ষে?? কষ্ট করে দুইটা মতামত দিয়ে দেন না...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



