দিন বদলের পালা---
এই ছিল আমাদের আজকের সরকারের নির্বাচনী ইসতেহারের মূলমন্ত্র। আরেকটি কথা ছিল "ডিজিটাল বাংলাদেশ"
অনেক ক্ষেত্রেই এই সরকার সফল, কিন্তু তাদের কিছু মারাত্মক ভুল সিদ্ধান্তের কারণে তাদের সেই সাফল্য ম্লান হয়ে যাচ্ছে। সরকারের এই সিদ্ধান্তগুলো মধ্যে -
১.যমুনা টি ভির সম্প্রচার বন্ধ করে দেওয়া।
২.চ্যানেল ওয়ান বন্ধ করে দেওয়া।
৩.ফেসবুক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া।
৪.আমার দেশ পত্রিকা বন্ধ করে দেওয়া।
৫.বাংলা ভিশনে টক শো "পয়েন্ট অফ অর্ডার" বন্ধ করে দেওয়া।
এগুলো সরাসরি ভাবে গণতন্ত্রের উপর হুমকি। এতে সরকারের অন্যান্য যেসব অর্জন তা অনেক টাই গৌণ হয়ে যাচ্ছে। এই ধরনের আজগুবি সিদ্ধান্ত ডিজিটাল বাংলাদেশ আর দিন বদল দুইয়ের সাথেই সরাসরি সংঘাতময়।
আজকে জাতির (অথবা সামুর) বিবেকের কাছে আমার প্রশ্নঃ
আমাদের সরকারের এই আজগুবি সিদ্ধান্তগুলি কে নিচ্ছে?
আছেন ভাই? কেউ এর উত্তর জানেন???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



