বই, খাতা , কলম আর ঘাস
সাদা কালো রংধনুর খেলা;
মাথার উপর হাজার টনের বোঝা;
ফোন বন্ধ তাই দীর্ঘশ্বাস।।
স্রোতের বিপরীতে একজন হতে
চেয়ে, স্রোতেই মিশেছি ফের
লাল, নীল, খয়েরী , মানুষ দেখেছি ঢের;
কেউ বিকোয় লাখে, কেউ হাজার শ'তে।।
সেরাদের সেরা হয়ে আবার,
নিজ্জের কাছেই হার মেনে নেওয়া
হার, কেড়ে নিজেই নেওয়া
বন্ধুত্ব, প্রেম করেছি সাবাড়।।
রাতের আঁধার, মস্তিষ্ক আর পাখা,
বন্য প্রাণীর অবিরাম ছুটে চলা;
মাঝে লোডশেডিং এর ফলা;
থেমে যায় সব, পিচ ঢালা পথ ফাঁকা।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



