
এখনকার যেকোন আনন্দের উল্লাস প্রকাশে আমরা প্রায়শঃই ফায়ার ব্রেথিং দেখতে পারি। বিশেষ করে ক্রিকেট বিশ্বকাপের সাফল্য উদযাপনে এর ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। যারা এই দুঃসাধ্য কাজটি করেন তাদের দেখে প্রত্যেকের মনেই এমনটি করার ইচ্ছা জাগে। তবুও আগুন এর ভয় এবং কেরোসিন / এলকোহল পান এর জটিলতা এড়াতে অনেকেই এটি করা থেকে বিরত থাকেন। যারা আগুন নিয়ে খেলা করার মতন সাহসী তাদের জন্যই আজকের এই পোস্ট।
প্রয়োজনীয় উপকরণঃ
১. আগুনের উৎস, [খবরের কাগজ , বই খাতা ইত্যাদিও হতে পারে আবার ফায়ার টর্চও হতে পারে। তবে কখনও লাইটার/মোম ইত্যাদি ব্যবহার করা ঠিক হবে না]
২. কর্ন স্টার্চ [যেকোন গ্রোসারিতে পাবেন, না পেলে ময়দা দিয়েও করা যায়]
৩. বুক ভর্তি বাতাস আর সাহস।

পদ্ধতিঃ
১. বুক ভরে বাতাস টেনে নিন।
২. মুখের মধ্যে একমুঠো কর্ন স্টার্চ বা ময়দা নিন।
৩. মুখের সামনে আগুনের শিখা রেখে জোরে ফুউউউউউউ দিন।
সুবিধাঃ
১. এতে আপনার ঠোট/মুখ/নাক পুরে যাবার কোন ধরনের আশংকা নেই
২. ঘরের জিনিস দিয়েই করা যায়
৩. ময়দা কেবল মাত্র গুড়া অবস্থাতেই আগুন ধরতে পারে, তাই মুখের ভিতরে আগুনের হলকা যাবার সুযোগ নেই
৪. কেরোসিন/ এলকোহল পানের বিষাক্ততা ঝুকিমুক্ত
৫. স্প্রে বোতলের মত বিস্ফোরণ ঘটানোরও সম্ভাবনা নেই
অসুবিধাঃ
১. মিহি গুড়া না হলে আগুন এর শিখা বড় হবে না।
২. প্রাথমিক শিখার তাপমাত্রা খানিকটা বেশি হতে হবে।
আরও জানতে ইউটিউবঃ
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১১ বিকাল ৩:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



