সময়ের অতিথিঃ কসমিক রেইজ
তোমাদের মাঝে যাচ্ছিল ভালো,
কিন্তু সময়গুলো জমছিল না, নতুন কিছু যাচ্ছিল ভাবিয়ে...
এ শহরে শুধু ধূলো জমছিল,
ব্যাস্ততাগুলো কমছিল না, নিজেকে ফেলি নিজের মাঝে হারিয়ে...
তোমাদের মাঝে সব-ই ছিল, সব কিছুর-ই বাধা ছিল সীমা,
চলে যাচ্ছি চেনা সীমানা ছাড়িয়ে...
চাই না আর কোন স্মৃতি নতুনভাবে গড়ে দিতে,
আগামীটা আছে দুয়ারে দাঁড়িয়ে...
এ পথে আমি খুজি আমাকে
পথে গড়ি কত স্মৃতি
আগামীর তরে বিদায় জানাই আমি
সময়ের অতিথি
আগামীর পথ কেমন হবে - তোমাদের মত কেউ কি হবে সাথী?
ভাবনাগুলো ঘুরছে আমায় ঘিরে...
প্রিয়জনগুলো টানছিল,বাঁধনে বেধেছিল, ছিল নিয়মের বাধা,
সব পাখি কি ফেরে তার নীড়ে...
এ পথে আমি খুজি আমাকে
পথে গড়ি কত স্মৃতি
আগামীর তরে বিদায় জানাই আমি
সময়ের অতিথি
রেখে গেলাম কিছু স্মৃতি, শিশির ভেজা।
মিলিয়ে যাক শিশিরের মত...
গোধূলি বেলায় ভুল করে, খুজো না আমায়।
ভেবে নিয়ো আমি এক সুর্যাস্ত।
নিয়ে গেলাম কিছু ভেজা স্মৃতি,কিছু জয়-পরাজয়
থাক সেগুলো অপরিণত..
এ পথে আমি খুজি আমাকে
পথে গড়ি কত স্মৃতি
আগামীর তরে বিদায় জানাই আমি
সময়ের অতিথি
এ পথে আমি খুজি আমাকে
পথে গড়ি কত স্মৃতি
আগামীর তরে বিদায় জানাই আমি
সময়ের অতিথি..........
মিউজিক ভিডিও এর লিঙ্কঃ
ট্রাইপড ছাড়া করা হয়েছে, তাই হাত এর কাপাকাপি নজরে না আনলে কৃতজ্ঞ থাকিব

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



