ঘুরে বেরানো টা ছোট বেলা থেকেই নেশার পর্যায় পরে আমার। এই নেশাটা করেতে গিয়ে বিভিন্ন সময় যা দেখেছি তা প্রকাশ যদি করতে যাই তাহলে আমাকে রবিন্দ্র কাকুর থেকে তালিম নিতে হবে। তালিম নেয়ার সখ টা পূর্ন হবার নয় তাই বলে কি আমি এতটুকু ও বলতে পারবো না, আমার দেশ টা অসাধারন। বিশ্বাস করুন আমার দেশ টা সত্যিই অনেক সুন্দর।

ছবি ন ১- এই ছবিটি কেউক্রাডং এর চুরা থেকে নেয়া।

ছবি নং২ বাংলাদেশের সবচেয়ে সুন্দর জেলা বান্দর বনের ছবি এটি।

ছবি নং ৩ টেকনাফ বিচ,বাংলাদেশের সবচেয়ে সুন্দর বিচ এটি।

ছবনি ৪ পদ্মা নদী

ছবিনং ৫ কক্সবাজার

ছবিনং ৬ পদ্মা নদীতে সূর্য্য ডোবার সময়।

ছবিনং ৭ বগালেকোর কটেজ থেকে তোলা ছবি।

ছবি নং৮ দাজিংলিং পারা থেকে নামার পথে।

ছবি নং ৯ সাংগু নদী

ছবিনং ১০ বান্দরবন

ছবিনং ১১ রুমা বাজার থেকে সূর্য্য উঠার সমেয়ের সাংগু নদ।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১২ রাত ১:৪৩