১
দৃষ্টিভঙ্গির সামান্য পরিবর্তন জীবনে নতুন অধ্যায়ের সূচনা করে।প্রয়োজনে আমি আমার দৃষ্টিবঙ্গি বদলাব।
২
পরবির্তনকে ভয় পাই বলেই আমরা ভয় দ্বারা আক্রান্ত হই। আমি পরিবর্তনকে স্বাগত জানাবো।
৩
আমি আমার দেশকে ভালোবাসি। মেধার বিকাশ ও আত্মশুদ্ধির মাধ্যমে দেশের জন্য দক্ষ্য জনশক্তিতে রুপান্তরিত হবো।
৪
আর্থিক লাভের চেয়ে চরিত্র বেশি গুরুত্বপূর্ণ। চারিত্রিক দৃঢ়তাই আমার সাফল্য আনবে।
৫
হে প্রভু! আমি তোমার দাস।তোমার ইচ্ছাই আমার ইচ্ছা। আমার জীবনে শুধু তোমার ইচ্ছাই প্রতিফলিত হোক।
৬
প্রতিটি মানুষই আলাদা। তাই প্রত্যেককে তার নিজেস্ব বেশিষ্ট্য দিয়ে মূল্যায়ন করবো।
৭
বন্ধুত্ব দেয়ার নাম, পাওয়ার নাম নয়। নিজের এবং অন্যদের জন্যে আমি বন্ধুত্বের এ সংজ্ঞাই গ্রহণ করবো।
৮
সবাই ভালবাসা পেতে চায়, ব্যতিক্রম কয়েকজন ভালবাসা দিতে চায়। আমি ব্যতিক্রমদের একজন হবো।
৯
ঋণগ্রস্ত থাকা আত্ম-অবমাননার শামিল। আমি ঋণমুক্ত থাকবো।
১০
জীবন শুরু করবো আমি বর্তমানের গ্রাউন্ড জিরো থেকে। সঠিক প্রক্রিয়ায় পরিশ্রম করে প্রতিটি সীমাবদ্ধতাকে রুপান্তরিত করবো নতুন সম্ভাবনায়।
(এই অটোসাজেশনগুলো : জীবন বদলের চাবিকাঠি অটোসাজেশন- মহাজাতকরে বই থেকে নেয়া হয়েছে )
যারা আমার ব্লগে আসেন এবং মন্তব্য করেন তাদের সবাইকে
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



