
সালমান এফ রহমান যিনি দরবেশ নামেই সমধিক পরিচিত তিনি কারাগারে বসেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। মোবাইল ফোনে তিনি ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অনেক নেতার সঙ্গে যোগাযোগ রাখছেন।তার মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকায় বিদেশে কথা বলতে কোনো অসুবিধা হচ্ছে না। তবে কারা কর্তৃপক্ষ বলছে, কারাগারের ভেতর থেকে মোবাইল ফোনে কথা বলার কোনো সুযোগ নেই।
কারাগারে যাঁরা দায়িত্ব পালন করেন তাঁদের মাধ্যমে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পান বন্দিরা। একজন কারারক্ষী যদি কিছুক্ষণ কথা বলার জন্য ২০ থেকে ৩০ হাজার টাকা পান, সেটি তাঁর কাছে অনেক টাকা। প্রভাবশালী বন্দিদের কাছে এ টাকা কিছু না। ফলে ঝুঁকি নিয়ে অনেক কারারক্ষী এসব অপরাধে জড়ান।
কারা কর্তৃপক্ষের উচিত হবে নজরদারি বাড়ানো, ভিতরে সিসি ক্যামেরা বসানো এবং কারাগারে সবারজন্য মোবাইল ব্যবহান নিষিদ্ধ করা । তাহলে এ সমস্যা থেকে উত্তরণ ঘটতে পারে। কেউ ধরা পড়লে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা ব্যবস্থার মাধ্যমে চাকুরীচ্যুতি করতে হবে। তারপরও দেখতে হবে কারাগারে ফেসিস্টদের কোন সহযোগী আছে কিনা সেই কারাগার ফেসিস্টমুক্ত করতে হবে।
কারাগার থেকে যদি বাহিরে কথা বলা বন্ধ করা না যায় তাহলে সমূহ বিপদ ঘটার সম্ভাবনা আছে।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



