
ইদানিং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার একটি পডকাস্ট সাক্ষাৎকারে বলেছেন যে, হাসিনা পদত্যাগ না করায় এখনও তিনিই দেশের প্রধানমন্ত্রী। কিন্তু ট্রাম্প ওই সাক্ষাৎকারে এমন কোনো কথাই বলেননি। এমনকি বাংলাদেশ প্রসঙ্গেও কোনো মন্তব্য করেননি নির্বাচিত এ মার্কিন প্রেসিডেন্ট। সুতরাং সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা তথ্য গণহত্যাকারীদের প্রপাগান্ডা ছাড়া কিছু নয় যা সর্বৈব মিথ্যা।
হাসিনাকে নিয়ে ট্রাম্পের নামে ছড়ানো এই উক্তি মিথ্যা বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সংস্থাটির তথ্য যাচাই টিম জানিয়েছে ট্রাম্পকে জড়িয়ে সামাজিক যোগাযেগামাধ্যমে যে তথ্য ছাড়ানো হয়েছে তা মিথ্যা বা ভুয়া। হাসিনাকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি ডনাল্ড ট্রাম্প।
হারপিক মজুমদারও এই একই সুরে সা-রে-গা-মা-পা-ধা-নি-সা গাচ্ছে সেই সংগে উচ্ছিষ্টভোগীরা সমস্বরে গাইছে বা গাওয়ার চেষ্টা আসল কথা হলো মানবতার কন্যা, বিশ্ব নেত্রী, মমতাময়ী জননী, শেখ মুজিবের সুয়োগ্য কন্যা, আপোসহীন নেত্রী হযরত শেখ হাসিনার পলায়ন তারা কোন ভাবেই মানতে পারছেনা কারণ তাদের দীর্ঘ ১৫ বছরের অফুরন্ত সুয়োগ সুবিধা ও লুটপাট যা করার সুযোগ দিয়েছেলেন তাদের তাদের মমতাময়ী আম্মা।
গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা ও তার গণবিরোধী দল আওয়ামী লীগ পুরোপুরি মিথ্যার উপর প্রতিষ্ঠিত একটি শূণ্যগর্ভ ও নৈতিকতা বর্জিত রাজনৈতিক দল। তারা এখনো দেড় হাজার মানুষকে হত্যা এবং পঞ্চার হাজারেরও বেশি মানুষের অঙ্গ হানিকে কোনভাবে বিশ্বাস করেনা। তাদের দরকার আম্মাকে!
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



