
যদি একজন ব্যক্তি যিনি অন্যদের প্রতি শ্রদ্ধাশীল, সৎ এবং সমাজের নিয়মকানুন মেনে চলেন এবং যিনি ভদ্র, সচ্চরিত্র এবং মার্জিত স্বভাবের এরকম মানুষকেই আমরা সুশীল হিসেবে বিবেচনা করি। অন্যদিকে সুশীল সমাজ বলতে সরকারের বাইরে থাকা নাগরিক সংস্থা ও প্রতিষ্ঠানের একটি সমষ্টি যা সমাজের বিভিন্ন স্বার্থের প্রতিনিধিত্ব করে এবং জনকল্যাণমূলক কাজ, মানবাধিকার রক্ষা, সরকারি নীতিতে প্রভাব বিস্তার এবং সমাজে সচেতনতা বৃদ্ধি করা। সাধারণত স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও, ধর্মীয় ও সাংস্কৃতিক গোষ্ঠীগুলো এর অন্তর্ভুক্ত থেকে সমাজের স্বার্থ ও ইচ্ছার প্রতিনিধিত্ব করে এবং সভ্য সমাজ বিনির্মানে ভূমিকা রাখে।
তবে বাংলাদেশের প্রেক্ষাপটে সুশীল বা সুশীল সমাজের অংশ হতে গেলে আপনাকে প্রমান করতে হবে আপনি ইসলাম ধর্মকে পছন্দ করেন না, আপনি আম্লিগের চেতনা অন্তকরণে ধারন করেন, আপনি বাংলাদেশের চেয়ে ভারতকে মহান দেশে হিসেবে গন্য করেন এবং পাকিস্তানকে সর্বতভাবে ঘৃণা করেন এবং ছেলে মেয়ে, নাতি পুতিকে নসিহত করে যাবেন এই কাজটিকে বংশপরমপরা বজায়ে রাখতে তবেই আপনি প্রকৃত সুশীল যদি এর কোনটির ব্যর্তয় ঘটে তাহলে আপনি সুশীলা না পাকি প্রেমী, জঙ্গী, রাজাকার।
অতএব আপনি তখনই সুশীল যখন উল্লেখিত কর্মের কোন ব্যর্তয় ঘটবেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


