ছোটবেলায় যখন পড়তাম "অ" অজগর ওই আসছে তেড়ে; "আ" তে আমটি আমি খাবো পেড়ে, তখন ভাবতাম অজগর এ শরীর নিয়ে তেড়ে আসে কেমনে! গতকাল ভাষা আন্দোলনের মাসে মিরপুর স্টেডিয়ামের দিকে মরিচবাতির গেইটগুলোর সাথে পাকিস্তানী পতাকার রংয়ে "অজগর" দের তেড়ে আসতে দেখে নাদুস নুদুস বাংলা হরফগুলোর কথা ভাবতেই মনে হলো "আসলেই অজগর তেড়ে আসতে পারে"। তখনই মনে হলো কখনো যদি জামায়াত শিবির ক্ষমতায় আসে, তাহলে বাংলা বর্ণমালা শিক্ষার বইগুলোর ধরনও পাল্টে যেতে পারে।
কেমন হতে পারে, নিচে দেখুন:
বাকি বর্ণমালা গুলোর জন্য ছড়া দিতে পারেন আপনারা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


