আমাদের দেশের সকল বাস র্টামিনাল এবং স্টেশনগুলোতে কুলি দেখা যায় । তারা আমাদেরকে বিভিন্ন মালামাল বহন করতে সাহায্য করে । বেশীর ভাগ সময় তারা বেশী মুজুরী দাবি করে । কুলির কাছে বিভিন্নভাবে বিড়ম্বনা শিকার হই আমরা । আমার বিভিন্ন বিড়ম্বনা আপনাদের সাথে আলোচনা করব ।
১ম ঘটনা: রাজশাহী থেকে কুষ্টিয়া যাওয়ার সময় সঙ্গে মনিটর ছিল । আমার সাথে আমার এক বন্ধু ছিল ।রাজশাহী বাস র্টামিনালের ভিতরে মনিটর নিয়ে যেতে দিবে না । বলে আমাদের দিয়ে ভিতরে নিয়ে যেতে হবে, না হলে ভিতরে নিয়ে যেতে দিব না । কুলিটি বলে আপনারা ভিতরে নিয়ে গেলেও আমাকে টাকা দিতে হবে । আমরা এখানে আছি আপনাদের মালপত্র বহন করার জন্য । এটা কেমন কথা আমাদের মালপত্র যদি আমরা বহন করতে পারি তবে কেন তাদেরকে দিয়ে বহন করাতে হবে । শুধু তাই নয় হুমকি দেয় আমাদের দিয়ে মাল বহন না করে কিংবা মাল বহন না করালেও টাকা না দিয়ে এখান থেকে যান কি করে তাই দেখছি
২য় ঘটনা: চাঁপাই নবাবগঞ্জ থেকে ১৫ কেজির মত পোলায়ের চাল নিয়ে বাসে আসতে ছিলাম রাজশাহী । রাজশাহীতে এসে রেলগেটে নামার পর চাল বাসের ছাদ থেকে নামার সময় আমি ধরে নামাই । কিন্তু চালের বস্তা মাটিতে রাখার সময় এক কুলি এসে বস্তাটা শুধু স্পর্শ করল
৩য় ঘটনা: নাটোর থেকে রাজশাহী আসতে ছিলাম । সাথে ছিল একটা ব্যাগ, ওজন ৮-১০ কেজি হবে । ।তাড়াতাড়ি রাজশাহী আসা দরকার ছিল বলে একটা বাস পেয়ে উঠে পড়ি ।বাসে ভিড় ছিল বলে হেলপার ব্যাগ ছাদে দিতে চাইল । উপায় না দেখে ব্যাগ উপরে দিতে রাজী হয়ে যায় । রাজশাহীতে আসার পর কুলি ব্যাগ নামিয়ে দিয়ে ৫০ টাকা চাইল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



