শেষ বিকেলের অলস সময় কাটতো সুখে,
রঙিন বাতাস এলোমেলো বইতো বুকে।
হাজার সুখে দৌড়ে যেত কিশোর ছেলে,
সে দৌড় আজও চোখের তারায় স্বপন খেলে।
স্বপন দেখি দুষ্টু ছেলের মিষ্টি হাসি,
খেজুর বনে রোজ বিকেলে বাজতো বাঁশি।
বাঁশির সুরে কিশোরীর ওই আনমনা মন,
আহা কত রঙে কাটতো যে সেই কিশোর জীবন।
নাই সে কিশোর ছায়া রঙের জীবন ছবি,
খুজে বেড়ায় একলা পথে অচিন কবি।
দুরন্ত সেই কিশোর টাকে করতে বরন,
কবে থেকেই এই হৃদয়ের রক্ত ক্ষরন....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



