ভাই আমি সবাইকে একটা কথা বলি যদি কারো ভালো লাগে মন দিয়ে শুনেন।
ধৈর্য তো অনেক ধরলেন তার ফলাফল কি???
লস, লস এবং লস।
এবং প্রতিদিন লসের পরিমান বাড়ে।
আমি বলি, পোর্টফলিও খালি করে ৪ মাসের জন্য চুপচাপ থাকেন। সেল দিতে বললাম এই জন্য যে, নিজেরাই তো দেখতে পারতেছেন মার্কেট কন্ডিশন। এসইসি চাই, গভমেন্ট চায় যে মাকের্ট বাড়ুক, বৈঠক করে সিদ্ধান্ত দেয়। কিন্তু কোন লাভ নাই। কোন গভমেন্টই চায় না শেয়ার বাজার এই রকম খারাপ থাকুক এবং সরকারের দুর্নাম বাড়ুক এবং তাদের ভোট হারিয়ে ফেলুক। আমি মনে করি শেয়ার বাজারের সাথে জড়িত পরিবারের সংখ্যা প্রায় ২০ লক্ষ এবং এই ২০ লক্ষ পরিবারের ভোটারের সংখ্যা আনুমানিক গড়ে ৭৫ লক্ষ। আপনার কি মনে হয় মার্কেট এই রকম থাকলে কেউ এই গভমেন্টকে আর ভোট দেবে, সমর্থন দেবে??? এটা সরকার ও বোঝে যে তারাও বিপাকে পড়েছে। কিন্তু কিছুই করার নাই, মার্কেট অনেক থেকে টাকা গায়েব হয়েছে। তারা এখন কি করে জানেন? চুপ করে বসে আছে এবং খেলা দেখতেছে। আর আমরা ধৈর্য ধরতেছি। দেখতেছি মার্কেট কোন দিকে যায়। আপনারা সবাই বলেন তারল্য সংকট । কোন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীই এখন আর বিনিয়োগ করে না। কারন তাদের টাকার ও দাম আছে।
* মনে করেন আপনার NBL কেনা ১৭৫ টাকা করে। এখন এটা আছে ১৫৮ টাকা। তারমানে অনেক লস। কিন্তু এই NBL ই এখন কমতে কমতে ১২৫ টাকা হবে। আপনি আর আমি ধৈর্য ধরে বসে আছি। ঔ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা জুয়াড়ী যাই বলেন না কেন তারা এই NBL ই ১২৫ এ কিনবে এবং আবার ১৬০ SELL দিবে। তাহলে আপনার অবস্থান কি???
তার চেয়ে যদি আপনি এখন সেল দিয়ে ১২৫ এ আবার BUY দেন তাহলে কি হবে????? আপনার লসের পরিমান কমে যাবে।
আপনি শিওর থাকেন ইনডেক্স আবার বাড়া শুরু করবে। তবে তা এখন না আরো ২ মাস লাগবে। আর এই ২ মাসে আপনার লস কোথায় গিয়ে দাড়াবে একবার চিন্তা করেছেন?????
*** আর মার্কেট কি হবে তা একবার ভেবে দেখেন ডিএসইর সিদ্ধান্ত দিকে তাকিয়ে।
ইনডেক্স এর উপর +- ২৫০ তে সার্কিট ব্রেকার। মানে তারা ও জানে মাকের্ট পড়বে। আর তারা বলে ধৈর্য ধরতে!!! তারা তো বলবেই। যদি এইটা না বলে তাইলে তো মাকের্ট ২০ মিনিটে পড়বে ৭০০ পয়েন্ট।
প্রধানমন্ত্রী কথা বলার পর ও যে মার্কেট পড়ে তাইলে বুঝেন মার্কেটের ভবিষ্যত।
এখন আপনি ভেবে দেখেন কি করবেন????? লসের পরিমান কমাবেন ? নাকি লসের পরিমান বাড়াবেন?
সিদ্ধান্ত আপনার।
ধন্যবাদ।
কাল একটা অডিও ক্লিপস্ আপলোড করে দিব যাতে আমার এবং একজন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কথোপকথন আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




