
বসে আছি অন্ধকারে ঘুনে পোকা আপন মনে খেয়ে যাচ্ছে কাঠ,
বিরক্তকর শব্দের মিছিল যেন ভেঙে দিচ্ছে নিরবতা৷
আমি খুজে ফিরি আমাকে অজশ্র ভাবনার অতল সমুদ্র তলে৷
আমি তো চিনতে পারি নাই আমাকে সংসারের পিছুটানে,
মায়া আমাকে আগলে ধরেছে জোঁকের মতন ৷
দিনে দিনে আমি হারাচ্ছি নিজেকে, দম বন্ধ হয়ে আসছে৷
একটু স্বস্তির নিশ্বাস ফেলে বেঁচে থাকার তাগিদে জীবনের সন্ধানে খুজি ফিরি সারাক্ষন ব্যাস্ততার ভীড়ে৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


