সমাজতন্ত্র কি?
বর্তমান প্রেক্ষাপটে এটা কতখানি বাস্তব?
আসলেই কি মানুষের মধ্যকার সমস্ত ভেদাভেদ দূর হয় সমাজতন্ত্রে?
সমাজতন্ত্রে কি মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকে?
মানুষের মধ্যকার ইনসপিরেশন নষ্ট হয়ে যায় না?
এখানে মানুষ কাজের মোটিভেশন পায় কি করে?
গণতন্ত্র সমাজতন্ত্রের চেয়ে অনেক ভালো........
সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গলো কেন?.....
ইত্যকার নানাবিধ প্রশ্ন ও প্রচারণা দুনিয়াজুড়ে পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী মাধ্যমগুলো সফলভাবে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে- সুতরাং একজন সমাজতন্ত্রীকে প্রতিনিয়ত এসমস্ত প্রশ্নের সামনে দাঁড়াতে হয়। আবার সমাজতান্ত্রিক তথা সাম্যবাদী সমাজের স্বপ্ন যারা বুকে লালন করেন- তাদের মধ্যেও আছে নানারকম মতভিন্নতা ও পার্থক্য, রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামোটি কেমন, বিপ্লবের স্তরটি হবে কেমন, প্রধান শত্রু কে, মিত্র কে,.... ইত্যাদি।
আমাদের গ্রুপের পক্ষ থেকে প্রতিসপ্তাহজুড়ে এরকম কোন বিষয় ঠিক করে গ্রুপ আড্ডা (না-কি বিতর্ক সভা??) চালু করার পরিকল্পনা আছে।
এছাড়াও সামহোয়ারইনব্লগের বিভিন্ন পোস্টেও সমাজতন্ত্র নিয়ে অনেকেই বিতর্কে লিপ্ত থাকেন, কিন্তু সেই পোস্টগুলোর কথা গ্রুপের অনেক সদস্যই জানেন না। সেকারণে এই পোস্টে এখন থেকে এ ধরণের পোস্টসমূহের লিংক দেয়া হবে, সেগুলো নিয়মিত আপডেট করারও চেস্টা করা হবে।
১। পোস্ট শিরোনামঃ সমাজতন্ত্রই মানুষের মুক্তির একমাত্র পথ
লেখকঃ সাম্যবাদী
লিংকঃ Click This Link
২। শিরোনামঃ সমাজতন্ত্র কি আজও অলীক স্বপ্ন?
লেখকঃ অ্যামাটার
লিংকঃ Click This Link
৩। শিরোনামঃ বিশ্ব মানবতার মুক্তির জন্য সমাজতন্ত্রই একমাত্র পথ ??
লেখকঃ সন্ধ্যাপ্রদীপ
লিংকঃ Click This Link
৪। শিরোনামঃ দিনমজুরের পোস্ট ধরে সন্ধ্যাপ্রদীপের পোস্ট ,সেখানেই আমার উপলব্ধি,উপলক্ষ সমাজতন্ত্রে মুক্তির উপায়।
লেখকঃ বিহংগ
লিংকঃ Click This Link
৫। শিরোনামঃ সমাজতন্ত্রে মুক্তির উপায়/ প্রতি শ্রদ্ধেয় দিন মজুর
লেখকঃ বিহংগ
লিংকঃ Click This Link
৬। শিরোনামঃ নোবেল জয়ী নাট্যকার হ্যারল্ড পিন্টার এর নোবেল বক্তৃতা থেকে..... (৬- শেষ পর্ব)
লেখকঃ দিনমজুর
লিংকঃ Click This Link
..............
এটি নিয়মিত আপডেট করা হবে।
এই বিতর্ক পোস্টসমূহে আপনাদের মতামত প্রত্যাশা করছি।
অন্য কোন পোস্টেও যদি সমাজতন্ত্র নিয়ে বিতর্ক চলে- সেসব পোস্টের লিংক জানানোর জন্য আহবান রইলো।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




