একদিন ভর দুপুরে,
উদাসী এক কিশোরের চোখে
দেখেছিলাম বহুদূর নীল আকাশে
উড়ে যাওয়া এক চিল।
কি যেন এক অদ্ভুত অভিমান,
না পাওয়া কত কষ্টের অভিমান,
মিলিয়ে দিয়ে মেঘের ভেলায়, চিলের ডানায়-
ঝোরে পড়া বৃষ্টির সাথে সে কান্না।
আজ খুঁজে ফিরি সেই দিন,
হারানো, যত ঝোরে যাওয়া, পুড়ে যাওয়া, উড়ে যাওয়া দুঃখ,
আজও উড়ে বেড়ায় ধূসর অন্য আকাশে
ডানা মেলা এক চিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




