মঙ্গলবার বিকেলে যাত্রাবাড়ী-ডেমরা রোডে আয়োজিত গণজাগরণ মঞ্চের জাগরণ সমাবেশে বক্তৃতাকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, “জামায়াত কোনো ইসলামী দল হতে পারে না। তারা কোরআন-সুন্নাহর আলোকে ইসলামী দল নয়। জামায়াতকে যারা সহযোগিতা করবেন, তারা ইমানদার নন। জামায়াতের সঙ্গে আত্মীয়তা ও নামাজ পড়া হারাম।”
হোসাইন মোজ্জাদেদ্দী বলেন, “চরমোনাইয়ের পীর, সিরাজগঞ্জের পীর আব্দুল করিমসহ তিন হাজার আলেম-পীর ফতোয়া দিয়েছেন, জামায়াত-শিবির কাফের। আলেম সমাজকে এখন তারা হুমকি দিচ্ছে। আমাদের নাকি পৃথিবী থেকে বিদায় করে দেবে। আমরা নাকি দালাল। আমরা দালালি করলে মুক্তিযদ্ধের পক্ষে দালালি করি। মুক্তিযুদ্ধে আমার ভাই, বন্ধু, আত্মীয়, বাবা শহীদ হয়েছেন। আমরাও জীবন দিতে প্রস্তুত।
এইখানে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




