তোমরা আমায় নিচ্ছ কোথায়, আমি যেতে চাই না,
আমি আমার এদেশ ছেড়ে কোথাও যাবো না
কে আছিস বল রাখনা বেঁধে
কোনও কুল আমি পাই না কেঁদে
আমার দেশে আমি কেন থাকতে পারি না।
ও বাতাস বলে দে
ও নদী বাধা দে
তোরা আমায় নিতে দিস না।
যে মাটিতে হেসে খেলে বেড়িয়েছি রোজ
দুদিন বাদে সেই মটির আর থাকবে না খোঁজ!
ও আকাশ ভেসে ভেসে
ও পাখি নেচে হেসে
মায়ের আঁচলটাকে টেনে দে না
আমি আমার এদেশ ছেড়ে যেতে চাই না।
ও আকাশ, ও বাতাস, ও নদী, ও মাটি...
তোমরা আমায় নিচ্ছ কোথায়, আমি যেতে চাই না,

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



