ঠিক আছে কাজটা করে দেবো, দেবেন কত?
লাখের নিচে না।
তাইলে আসেন, কালই সরাসরি বসের সাথে দেখা করার সুযোগ করে দেবো। বস যাই বলুক আপনি রাজি হবেন। কাজটাতো আমার হাতে, আমি করে দেবো।
দ্যাখেন আমার ছেলেটা এমনিতে খারাপ না, শুধু ভুলে একটা..মিসটেক করে ফেলছে। এখন...
আরে ভাই বললামতো! কাল আসেন। এতো গল্প আমারে কইয়া কী লাভ? আমি বুঝি অংক। টাকার অংক! সেটাতো খারাপ না, শুধু শুধু...
তাইলে ভাই আসি?
জ্বি, আসুন।
দারোগা লোকটিকে বিদায় দিয়ে। বাসায় ফোন দেয়।
রাতুল কি ফিরেছে?
হ্যাঁ, ফিরেছে। তুমি কখন ফিরছ?
বলোতো এখনই ফিরছি!...
থাক, তার দরকার নাই। মুড মনে হয় ভালো?
হুঁ, টোপটা একলাখের। বুঝছ, মানুষ যতো ভালো হবে ততই আমাদের বিপদ। খারাপ মানুষ মানেই আমাদের বন্ধু।
প্ল্যান কি তুমি করবা, নাকি আমি করবো?
দাঁড়াও দুজন মিলে করি। আমি আসি?
আসো, সাবধানে এসো।
আরে টাকাতো হাতে পাইনি, কেবল কন্টাক হলো। আগে কাম পরে টাকা। আমাদের একটা নীতি আছে না।
সেন্ট্রিকে ডেকে গাড়ি রেডি করতে বলে।....
পরদিন বের হবার সময় গেটে দেখা হয় এক ভদ্র মহিলার সাথে। স্যার স্যার করে পায়ে কেঁদে পরে মহিলা। স্যার আমার ছেলেরে বাঁচান!
টাকা ছাড়া কথা শোনে না ভদ্রলোক। বউকে ডেকে মহিলাকে ভিতরে পাঠায়। এই প্রজেক্টটা তুমি সামলাও!
গাড়িতে উঠে অফিসে।....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



