আজ বাইরে বেরিয়ে যা দেখলাম!
একটা লেখা পড়ে মনে হলো আমার কথাটাও বলা উচিৎ!
একজন বৃদ্ধাকে ছোট একটি বাচ্চাসহ গাড়ি থেকে নামিয়ে দেওয়া হলো ১৪টাকার ভাড়া ১০টাকা দেওয়ায়।
বৃদ্ধা আশপাশের লোকজনকে শুনালেন তার সমস্যার কথা...
তার নাতী আসবে সায়েদাবাদ, সে পর্যন্ত সে যেতে চায় দশটাকা দিয়ে। কিন্তু গাড়ির হেল্পার/কন্ডাক্টর তাকে নিতে পারবে না,
গরিব মানুষ বলে?
ওই বৃদ্ধার নাতীও গাড়ি চালায়।
নানীর মতো ভেবে বা মায়ের মতো ভেবেও কি তাকে এই অপমান থেকে বাঁচানো যেতো না?
মহিলার চেহারা দেখে মনে হলো সে লজআয় কাতর! সঙ্গে আছে নাতী। পোশাক দেখে মনে হয় না অসচ্ছল। আসলে বুড়োদের প্রতি আমরা কতটুকুইবা নজর দেই!
হয়ত কারও সঙ্গে রাগ করে আর কারও বাসায় চলছিলেন, তাই হাতে টাকাও নাই।
এমনও হতে পারে যে বাড়ির বউরা হাতে দশটাকা ধরিয়ে দিয়ে বের করে দিয়েছে। আর মেয়ের ঘরের নাতীটাও হয়ত পরের বাসা থেকে নানীর সঙ্গে পথে বেরিয়েছে!
কত অপ্রিয় ঘটনাই ঘটে, শুধু এইসব অসহায় মহিলাদের দেখলে কেন যেন আমার মনে হয় আমার মা ও এমন অসহায়।....
আমার মা কেও কেউ এভাবে অপমান করছে.....
আমার মা পৃথিবীর সেরা ধনী। এখনও সে ছেলের বাসায় মেয়ের বাসায় গেলে কার কী নেই খোঁজ নিয়ে নিজেই বাজার থেকে নিজের টাকা দিয়ে কিনে আনেন।....অথচ মাঝে মাঝে পান কেনার টাকা হাতে না থাকলে ছেলেদের কাছে লজ্জা পেতে হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



