খুব কিছু তো নয় ~
এক আকাশ দুজনে ভাগাভাগি করে দেখতে চেয়েছি শুধু !
না হয় একটা ছাদ মাথার উপর !
না হয় একটা কাঁথাই দুজনের ~
না হয় চার চোখেই দেখা হতো,
জোছনা ভরা রাত, উদ্ভাসিত চাঁদ ?
পাজর ভাঙে! তবু অভিযোগ নেই কোনো ,
আহ্লাদী জোছনায় ভেসে যায় গোপন স্বপ্নেরা !
কেনো যে মানুষ ভালোবাসে ?কেন যে পালিয়ে যায় ?
সেই দুঃখবোধে নীল হতে থাকি !!
পাজর ভাঙ্গে~চোখ ভেসে যায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



