তুমি প্রিয় হতে চাও ??
প্রিয় তো অনেক কিছুই হতে পারে~
যেমন গরম ভাতে আলু ভর্তা ,
খিচুরির সাথে ইলিশ,অথবা প্রিয় ঘুম বালিশ
আইসক্রিম অথবা আমির খান ?
রবীন্দ্র সঙ্গীত অথবা নৌকা ভ্রমন ?
প্রিয় বই অথবা প্রিয় কবিতা ?
প্রিয় জন / প্রিয় মানুষ ~~
প্রিয় তালিকা বড্ড বড় ~~
ঠিক ওখানে তোমাকে মানায় না ।
তুমি "আপন"~ আপন সবাই হয় ? বলো ?
প্রিয় তো অনেকেই হয়/ অনেক কিছুই হয়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



