অনন্তকালের পথযাত্রী হয়ে ছুটে চলেছি...
এই তো আর অল্প কিছুদূর যাবার আছে বাকি।
অনন্তকালের কাছে এসে আজ ভাবতে বসেছি,
নিয়তির খাতায় আমার লেখা আছে কি?
সাথে হবে কী...?
পরিচিত মুখ...চিরচেনা সেইসব...
প্রেমেরও অনুভুতি, নাকি, নিস্বংগতার পাহাড়ে...
অচেনা অজানা মুখ নিয়ে, খেলবো এক অনন্তকাল,
স্তব্ধতার সাথে আমার সহবাস...
হারিয়ে যাওয়া ইচ্ছেগুলো, হয়তো মেলবে ডানা গুলো,
সাথে থাকবে কি....অনুভুতি। "
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




