যে কোন পবিত্র পোষাক পড়ে নামায পড়া যায় । তবে আপনার ভালো পোষাকটা পড়াই উত্তম । পবিত্র কোরআন বলছে-
আপন পোষাক পবিত্র করুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন (আল মুদ্দাস্সির, আয়াত ৪, ৫);
হে বণী আদম! তোমরা প্রত্যেক নামাযের সময় সাজ সজ্জা পরিধান করে নাও (আ’রাফ, আয়াত ৩১);
পোষাকের সর্বোত্তম রং সাদা (ইবনে মাযাহ, মেশকাত ৭৩ পৃ);
মহিলাদের পা হতে মাথা পর্যন্ত সতর এবং পুরুষের হাটু হতে নাভী পর্যন্ত এবং গাঁ ঢাকতে হবে (মেশকাত ৭৩ পৃ);
আবু হুরায়রাহ (রাযি) হতে বর্ণিত, নবী (স) বলেন যে ব্যক্তি টাকনুর নিচে ইযার পরবে, সে জাহান্নামে যাবে (বুখারী হা ৫৩৬২);
আবু যার (রাযি) হতে বর্ণিত আছে, একদা নবী (স) বললেন তিন প্রকার মানুষ আছে যাদের সংঙ্গে আল্লাহ তা’আলা ক্বিয়ামতের দিন কোন কথা বলবেন না, তাদের প্রতি রহ্মতের দৃষ্টিপাত করবেন না এবং তাদেরকে পাক সাফ করবেন না । আর তাদের জন্য ভীষণ কষ্টদায়ক আযাব নির্ধারিত রয়েছে । আবু যার (রাযি) এ কথা শুনার সঙ্গে সঙ্গে বলে উঠলেন, তাদের জন্য তো অধঃপতন ও ধ্বংস- হে আল্লাহর রাসুল! তারা কারা ? রাসুল (স) বললেন (১) যে ব্যক্তি পরিধেয় বস্ত্র পায়ের গিটের নীচে পৌঁছায় (২) যে ব্যক্তি উপকারের খোঁটা দেয় (৩) আর যে ব্যক্তি মিথ্যা কসম দ্বারা নিজের মাল চালু করার চেষ্টা করে (মুসলিম, মিশকাত হা ২৬৭৩);
যে ব্যক্তি দশ দেরহাম দিয়ে কাপড় কিনল তার মধ্যে এক দেরহাম হারাম হলে যতক্ষণ পর্যন্ত ঐ কাপড় তার শরীরের উপর থাকবে ততক্ষণ পর্যন্ত তার কোন নামায কবুল হবে না (তারগীব মুসনাদে আহমাদ)
টুপি ছাড়াও নামায হয় তবে পড়া উত্তম সাহাবীগণ নামাযে মাথা ঢেকে রাখতেন বলে প্রমানও পাওয়া যায় (তামাম্মুল মিন্নাহ পৃ ১৬৪);
প্রসাব পায়খানা
প্রবেশের দোয়াঃ বিস্মিল্লাহি- আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবশি ওয়াল খাবায়িছ (বোখারী, ফিকহুস সুন্নাহ ১ম খন্ড ৩২ পৃঃ)
বেরুনোর দোয়া- গুফরানাকা (বুখারী, আদাবুল মুফরাদ ১০১ পৃঃ; তিরমিযী, মেশকাত ৪৩ পৃঃ, বুলগুল মারাম);
প্রস্রাব পায়খানায় কেবলার দিকে মুখ ও পিঠ করবেনা (বোখারী, মুসলিম, মেশকাত-৪২ পৃ);
রাসুল (স) যখন পায়খানায় যেতেন তখন পায়খানা করার পর পানি দিয়ে ইস্তেঞ্জা করতেন এবং অযু করতেন তারপর বা হাতটি মাটিতে ঘষতেন (আবু দাউদ, মেশকাত-৪৩ পৃ)
জানাতে পারেন-
৩) প্রসাব-পায়খানার পর ঢিলা অবশ্যই নিতে হবে শুধু পানি দ্বারা হবে না এর কুরআন ও সহিহ হাদিসের পূর্ণাঙ্গ দলিল উল্লেখ করে জানাবেন ।
(চলবে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




