জীবন শেষ হওয়ার পূর্বেঃ
১। সবুজ মাঠে ঘাস ফুলের মাঝে শুয়ে শরতের আঁকাশ দেখতে চাই।
২। নৌকায় বসে শ্রাবণের সঙ্গীতে বৃষ্টির খেলা দেখতে চাই।
৩। আমাবশ্যার রাতে বাঁশবনে জোনাকির ঝাঁক আর আকাশের তারা দেখতে চাই।
৪। শীতের পূর্ণিমা রাতে গ্রামের মেঠো পথে হ্যারিকেনের আলোয় গোরুর গাড়িতে চড়ে রাখালের বাঁশির সূরে ঘুরতে চাই।
৫। মাঘ মাসের ভোরে মুড়ি দিয়ে খেজুরের রস খেতে চাই।
৬। পাহাড়ের চূড়ায় বসে ভেসে যায়া মেঘ দেখতে চাই।
৭। সুইজারল্যান্ডের লেকের পাশে বসে পাহাড়ের দিকে তাকিয়ে একটি দিন কাটাতে চাই।
৮। আশ্বিন মাসে গ্রামের পাঁশের ছোট নদিতে সামিয়ানা দেয়া নৌকায় করে একটি রাত বেড়াতে ও দূরের কুকুরের ডাক শুনতে চাই।
৯। বর্ষায় ইলিশ মাছ ভাঁজি দিয়ে খিচুড়ি খেতে চাই।
১০। সবুজ ঘেরা গ্রামের মেঠো পথে হেটে যেতে চাই।
১১। এক দিনের জন্য ছোটবেলার সেই নানা বাড়ী ফিরে পেতে চাই।
১২। বর্ষার দিনে গ্রামের মাঠে বৃষ্টির মাঝে ভিজতে চাই।
১৩। হ্যাজাক লাইটের আলোয় শিতের রাতে খড়ের বিছানায় বসে গ্রামের ওয়াজ শুনতে চাই।
১৪। নৌকায় বসে নদীর অপর তীরের কাশবন দেখতে চাই।
১৫। পাগল ঠাকুরের মেলায় যেয়ে খেলনা কিনতে চাই।
১৬। মক্কায় যেয়ে ওমরা ও মদিনায় যেয়ে জিয়ারত করে রিয়াজুল জান্নাতে দুই রাকাত নামাজ পড়তে চাই।
১৭। ছোটবেলার একটি দিন ফিরে পেতে চাই।
১৮। সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, ভারত, আলবেনিয়া, রোমানিয়া, তুরস্ক, মিশর, স্পেন, সিরিয়া, ইরান, কাশ্মীর, জেরুসালেম, সৌদি আরব, ব্রুনাই, পাকিস্তান, মরক্কো, ফ্রান্স, জার্মানি, ইটালি ঘুরে দেখতে চাই।
১৯। পোলাউ দিয়ে বরিশালের ইলিশ ভাপা খেতে চাই।
২০। পৃথিবীর সকল শিশুকে সুস্থ্য নিরাপদ ও অভাব মুক্ত দেখতে চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



