ফেসবুক বন্ধ কইরা দিলো।কারণ কি?? আমাগো সরকার এর হঠাৎ মাথায় কি ঢুকলো??তারা কি আমাগো আরেকটা ১৯৭২ দেখাইতে চায়??...কয়দিন পর তো সামু ও বন্ধ কইরা দিবো মনে লয়!!!
যারা ভাবতেছেন যে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিছে বইলা ফেসবুক কুলুজ করছে,তারা দুইডা চোখ ভালা কইরা কচলায়া লন..২০ মে মহানবীর ব্যঙ্গচিত্র আঁকার কম্পিটিশান হইলো,কই,আমাগো আপামণিরা তহন টু শব্দটা তো করে নাই!!
খালি আছে কেমনে জনগণ রে কামড় লাগাইবো,হেই ধান্দায়..খালি এই সরকার এর কথা কই ক্যান!! যে-ই যখন আইছে,কামড়ায়া রাইখা গেছে...
তয়,ইনাগো কামড়টায় এট্টু বেশি ব্যাথা লগতাছে..অনেক আশা কইরা ভোট দিছিলাম তো,তাই..
কয়দিন আগে একখান কাহিনী শুনলাম..জনৈক সরকারী কর্মকর্তা তার অফিসে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি দুইখান লাগান নাই..তার শত্রুপক্ষ,যারা সরকারদলীয় প্রভাবশালী ব্যাক্তি,তারা মিনিষ্ট্রি তে অভিযোগ ঠুইকা দিলেন..আর যায় কই..ওই বেচারার চাকরীটা গেল..সত্যি কাহিনী হইলো,সরকার থিকাই তাকে ওই ছবি দুখান সাপ্লাই দেয় নাই..তিনি কি নিজের পকেট থিকা টাকা দিয়া ছবি লাগাইবেন???...
দুই বছরেই যে খেল দেখলাম,সামনে না জানি আরও কি কি দেখা লাগে..আল্লাহ...তুমি আমাগো ধৈর্য দিও...আর আপামণিগোর উপর রহমত বর্ষণ কইরো...আমিন....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




