আর তখনই .... চমকে দিয়ে পিছন থেকে ঝাপিঁয়ে পড়ল তার বন্ধু লিয়ন । লিয়র(লিয়নকে লিয় বলে মিলানের পরিবার চিনে) সাথে তার বন্ধুত্ব সেই ছোট্ট থেকে । লিয়ন বয়সে মিলানের থেকে বড় । লিয়নের এখানে আসার কথা সে ঘুনাক্ষরেও চিন্তা করতে পারে নি । মাঝের সময়ে সে লন্ডন এ কম্পিউটার বিজ্ঞান এর উপর লেখাপড়া করছিল । যদিও লেখাপড়ার শুরুতে গণিতের উপর ঝুকেঁ গেলেও, পরবতর্ীতে মিলানের দেখাদেখি জীববিদ্যায় মন দেয় । কিন্তু তাতেও তার মন না বসলে পরবতর্ীতে কম্পিউটার বিজ্ঞান এর উপর পড়ালেখা করার চিন্তা করে । মূলত লিয়ন কোন বিষয়েই মন দিয়ে রাখতে পারে না । বছর চারেক আগে তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় অনেকটা ভুলেই গিয়েছিল লিয়র কথা ।
রিয়ানা ঘুম থেকে উঠেই লিয়কে দেখে মিলানের মতই চমকে গেল । রাতের দিকে সবাই মিলে অনেকটা ঘরোয়া উৎসব করে লিয়কে উপলক্ষ্য করে । মিলান মনে মনে এলিনাকে আমন্ত্রণ জানানোর চিন্তা করেছিল কিন্তু রিয়ানার কথা চিন্তা করে এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামায়ঁনি । লিয় আবার ভোজন রসিক সুতরাং পেটপূজোয় সে কোন ধরনের কাপর্ণ্য করে নি । তাছাড়া অনেক দিন ধরে রিয়ানার রান্না খাওয়া হয় নি । ভোজন শেষে লিয় একটা বড় ঢেকুঁর ছাড়ে । এই ঘটনার তার বন্ধুর ছেলেরা তো হেসে কুটিকুটিঁ । লিয়নের আগমণে মূলত রিকার্ড অনেক খুশী হয়েছে । কারণ সে মায়ের(রিয়ানা) মুখে শুনেছে যে, লিয়ন কম্পিউটার এর উপর লেখা পড়া করেছে । তাই শুনে তো রিকার্ডের মনে আনন্দ আর ধরে না । ভোজনের পর পুরনো দিনের একটু স্মৃতি চাড়ণ করে সবাই যার যার বিছানায় শুতে চলে যায় । লিয়র জন্য মেহমানদের কক্ষের একটি খুলে দেওয়া হয়েছে ।
পরদিন সকালে মিলান তার স্বচক্ষে দেখা অদ্ভুত ঘটনাটা সম্পূর্ণ বলে লিয়কে । লিয়ও ব্যাপারটার কোন সমাধান না পেয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে । তবে লিয় আশ্বাস দেয় যে, কোন না কোন একদিন এই রহস্যের পর্দা খুলবেই । লিয় ব্যাপারটা নিয়ে তৎক্ষনাতই একটি রচনা লিখে তার ব্লগে ছেড়ে দেয় । লিয় বছর দশেক ধরে একটি ব্লগ ফোরামের সাথে জড়িত । যে কোন সমস্যা যা পড়ালেখা কিংব দৈনন্দিন এমন কি রাজনৈতিক হলেও এই ব্যাপারে সমাধানের উৎস হিসেবে সে ব্লগের সংগঠনকে প্রথমে ঐ ব্যাপারে রচনা লিখে ব্লগে ছেড়ে দেয় । তার বিশ্বাস, কেউ না কেউ তার প্রশ্নের উত্তর জানে । মিলানের অবশ্য এসব ব্যাপারে তেমন আগ্রহ নেই । সে সব সময় নিজের উপর আস্থা করতে পছন্দ করে কিন্তু এই বলে সে স্বার্থপর নয় ।
1 মাস পরে................
রিয়ানার ঘরে ফোন বাজছে, রিয়ানার অনুপস্থিতিতে, এভিন যাচ্ছে ফোন ধরতে । হ্যালো...
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০০৬ সকাল ১১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



