মত প্রকাশের অধিকার সবারই আছে। আমরা চাই এর বাকি পর্বগুলো সম্প্রচার করা হোক। নেপথ্যের ঘটনাতো খুনি চক্রই ভালো জানে। কে জানে হয়ত কোন থলের বেড়াল বের হয়ে আসলেও আসতে পারে।
সেই সাথে জিয়া হত্যাকান্ডের ব্যাপারে কয়েকজন সাবেক সেনা কর্মকর্তার বাকযুদ্ধ আমরা লক্ষ্য করছি। এরা একজন আরেকজনকে অভিযুক্ত করছে। এ ব্যাপারেও নতুন করে তদন্তের দাবি তুলছি।
বর্তমান সরকার তো অনেক সংস্কার পদক্ষেপই হাতে নিয়েছে, এ ব্যাপারে তারা কিছু করে জাতিকে প্রমান করে দিক তারা সব কিছুতেই আন্তরিক। বাংলার মাটিতে আমরা সকল ষড়যন্ত্রকারীদের উত্তখাত চাই।
আমরা যে মতাদর্শিই হইনা কেন, জাতির পিতার হত্যার সুষ্ঠ বিচার আমরা চাই।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




