
কনকো-ফিলপসের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে তেল-গ্যাস কমিটির ডাকা হরতালকে 'অযৌক্তিক' উল্লেখ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক বলেছেন, হরতাল ডাকার কোনো অধিকার তাদের নেই।
শনিবার রাজধানীর কারওয়ানবাজারে পেট্রোবাংলা কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনামুল হক বলেন, "জাতীয় কমিটি কোনো রাজনৈতিক সংগঠন নয়, তাদের পক্ষে জনগণের সর্মথন নেই। তাই তারা হরতাল ডাকতে পারে না। কিসের অধিকারে তারা হরতাল ডেকেছে? এ হরতালের কোনো যৌক্তিকতা নেই।"
দেশের স্বার্থেই কনকো-ফিলিপসের সঙ্গে চুক্তি করা হয়েছে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, "দেশে এতো গ্যাস সংকট। এই সংকট মেটাতে কোথায় গ্যাস পাবো! তবুও তারা বোঝে না। এদের কে বোঝাবে? আসলে এরা দেশের স্বার্থবিরোধী চক্রান্তে লিপ্ত।"
পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর অনুষ্ঠানে বলেন, "জাতীয় কমিটির সদস্য সচিব (আনু মুহম্মদ) একজন অর্থনীতিবিদ, তিনি এ চুক্তি নিয়ে অনেক কথা বলেন, অনেক হিসাব-নিকাশ কষেন। রোববারের হরতাল হলে দেশের যে আর্থিক ক্ষতি হবে- আশা করি তার হিসাবও তিনি জনগণের কাছে তুলে ধরবেন।"
অন্যদিকে আওয়ামী লীগের সভাপতিম-লির সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘তেল-গ্যাস রক্ষার নামে যারা হরতাল ডেকেছে ওরা কারা? ওরা সব সময় সামরিক শাসকদের পক্ষে কাজ করেছে। পাকিস্তান আমলে এরা বলেছে ভোটের আগে ভাত চাই।’
তিনি বলেন, ‘এরা বঙ্গবন্ধুর ৬ দফার বিরোধীতা করেছে। এদেশের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই।’
উনাদের সাথে আমি সম্পুর্ন একমত। হরতাল খুবই ক্ষতিকারক। আজকে দেখলাম গান পাঊডার দিয়ে এরা মিরপুরে ব্যাস জ্বালিয়ে দিয়েছে। তার থেকে বড় কথা গ্যাস তেল মাটির নিচে রেখে কি লাভ যেখানে আমাদের তেলে গ্যাসের খুব সংকট চলছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




