ব্লগে ঢুকলেই মনটা খারাপ হয়ে যায়..
১. বাচ্চা কালে টিভি দেখার দেখার সময় বড় যন্ত্রণা হইতো, কখন ছোট কাকা এসে টিভিটা বন্ধ করে দেবেন তার কোনো ঠিক নাই( তিনি আবার শিবির করেন কিনা
এখন আমার কাকা বাসায় ডিস নিয়েছেন(এখন তিনি ছোটখাট জামাত নেতা, হরতালের আগের দিন আমাদের বাসায় আশ্রয় নেন
২.স্কুলে থাকতে আমাদের এলাকায়একবার বিভাগীয় শিবির সভাপতির আগমন ঘটলো, আমরা তো যারপর নাই আনন্দিত
এই অবস্থায় আমার বন্ধুর ছোট ভাই(সে আরো ২ ডিগ্রী বান্দর) বলে উঠল "যতদুর জানি, ইসলামে গীবত নিষিদ্ধ, আপনে গীবত করেন কেন, আর গীবত করা তো মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো?"
ব্যাটা থতমত খেয়ে গেলো,ক্লাস ৭ এর পোলা এই প্রশ্ন করে কেন?!
"না মানে, তোমাদের তো সত্য জানানো দরকার,তাই না? আর সত্য কথা বললে গীবত হবে না"
" সত্য বলেই তো গীবত, সত্য না হলে তো মিথ্যাচার। আরো বড় পাপ!!"
"!!!....
তিনি প্রসঙ্গ পরিবর্তন করে এিবার শিবির কেন ভালো, শিবির করলে আমাদের আত্বিক উন্নতি হবে সেগুলা বিশ্লেষন করতেছিলেন এই সময় আমার চুলকানি উঠলো
" ভাইয়া,আমি যতদুর জানি আপনারা জামাতে .... র ছাত্র সংঘটন,তো জামাত দের বিরুদ্ধে তো যুদ্ধাপরাধের অভিযোগ আছে, তো আপনাদের এই ব্যাপারে কি মন্তব্য"
"না,না আমাদের সাথে জামাতের কোনো সম্পর্ক নেই
আমি আর কিছু কইলাম না,যে ব্যাটা মসজিদে বসে মুখের উপর মিথ্যা বলতে পারে তার লগে যুক্তি দেখামু কেমনে? আমি আর আমার বন্ধু বের হয়ে আসলাম, তবে ছোট ভাই খানা খেয়ে আসছিলো
৩.আমাদের স্কুলের ধর্ম স্যার জামাত করেন(বলার দরকার ছিলো না)
নারী নেতৃত্ব হারাম, মেয়েদের কে উচ্চশিক্ষিত করার কোনো মানে হয় না,নারীদের বোরকা পড়া কেন আইন করা হচ্ছে না তা নিয়ে তার বহুত চিন্তা কিন্তু চারদলীয় ঐক্যজোট এর সময় খালেদা জিয়া যে পাতলা শিফন শাড়ী পরে তাগো নেতাগো পাশে বসে আছে,তার অধীনে মন্ত্রী হচ্ছে তা তে কোনো আপত্তি নাই
তো কি বুঝলাম, জামাত শিবির করলে আপনার প্রয়োজন অনুযায়ী হাদীস দিতে পারবেন, জীবন বড় আরামদায়ক হয়ে যাবে, কিন্তু এখনো আসল ২টা কারন বলা হয় নাই
ক. সাইদীর ভাষণ শুনছেন কখনো? আচ্ছা শুনেন নাই, অসুবিধা নাই, ইউটিউবে আছে শুনে নিয়েন। সরি ভাষন বললাম ও্য়াজ। তো তার কাচে নাকি বেহেশতের টিকিট আছে ( আমি বড় আইলসা পাবলিক,জামাতে ঢুকে যদি একটু শর্টকাটে বেহেশতে যাওয়া যায় খারাপ কি
খ.আমরা বড় ভূলোমনা জাতি, সে জন্য '৭১ এর যুদ্ধাপরাধীদের সাথে বঙ্গবন্ধু কন্যা(৯৬) বা মুক্তিযোদ্ধা বধু(৯৮-চলছে) একসাথে কাজ করতে কোনো সমস্যা হয় না। ৩০ লাখ শহীদের কথা, ২ লাখ মা বোনদের কথা অকপটে ভুলে যাই,ব্লগে তাদের কন্যারা তাদের বাপ ফেরেশতা তুল্য বলে পোস্ট দিতে পারে। একটা দেশের জন্ম যারা চায় নাই তারা যদি তাদের ইচ্ছামতো চলতে পারে, একটা দেশের পতাকা তাদের গাড়িতে লাগাতে পারে,একটা দেশের অধিকাংশ মসজিদ তাদের রাজনৈতিক কাজের জন্য উন্মুক্ত থাকে তাহলে আপনি বা আমি কেন জামাত শিবির করবো না????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


