প্রায় তিন মাস হয়ে গেল আমি লন্ডনে.... আর কয়েক দিন আগে আমার ছোট খালা লন্ডন থেকে বাংলাদেশে চলে আসলেন....
তার পর আর কি একা একা হয়ে গেলাম..... একা একা বাইরে গাড়ি নিয়ে বের হই....মাঝে মাঝ বন্ধরা সাথে.... এমন করে কি সময় কাটে!!!!!!!
গতকাল আমি আমার রুমে একা একা গান শুনছিল আর একটা হিন্দি মুভি দেখছির 'বিভা'... এমন সময় বাসায় কেই আসল... আমার take carer তখন ছিল মর্াটেকে তাই আমাকেই দরজা খুলতে হল.....
ওমা!! দেখে আমার কয়েক টি কাজিন.... লন্ডনে বেরাতে এসেছে.... আর আমার বাসায় থাকবে...
কি মজা!
আমরা সবাই কালকে সারা রাত বাইরে ঘুরেছি.... খুব মজা করেছি.....ওরা প্রায় এক মাস থাকবে...
আর আমি সবচে খুশি কারণ ওরা আমার জন্য বাংলাদেশের অদাার এনেছে....... আমার নানুর হাতে বানান...
(উপরের ছবিতে কোণারআমি ও আমার কাজিনরা)
( 2nd ছবিটা আমার একটা কাজিন....আমার বাসায়)
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০০৭ ভোর ৬:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




