দ্রুতি কি উদাস । তার উলঙ্গ উড়ালে
যে সব মেঘের দেশে নেমে আসে মর্চে-বাদাড়,
তারা সব অগোচরে বেড়ে ওঠে । তাদের
সবুজ জিভ নীল হোয়ে থাকে অভিমানে ।
দ্রুতি কি ফেরে ? হয়তো বা !
বিশ্ব কেন গোলাকার তবে ।
কেন সব মর্চে-বাদাড় থেকে ঝাঁকে ঝাঁকে
গাঙ্গেয় সবুজ এসে চেপে ধরে দিগ্বিজয়ী ডানা
২১।০৯।১৯৯৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


