ভালো+বাসা অথাৎ ঘর নয়.
ভালোবাসা অথাৎ দুটি হৃদয়ের কথা বলছি
আচছা....ভালোবাসা আসলে জিনিসটা কী?
প্রেম কাকে বলে?
আল-মাহমুদ বলেছিলেন,নর-নারীর পারসপারিক যৌন ও যৌনরাজের
ঘোরলাগা অবস্বার নামই বোধ হয় প্রেম।
আমি কী আর এভাবে বলতে পারি।
আমি তো আর কবি নই।
তবে বুকের ভেতরে কী যেনো একটা হাহাকার টের পাই।
যেদিকে তাকাই ধু...ধু মরুভূমি মনে হয়।
কেমন যেন একাএকা লাগে,
মনে মনে তোমার সাথে সারাক্ষণ কথা বলি।
কতো যে স্বপন দেখি।
তুমি ও কী আমার মত এ রকম কর।
তাহলে আমার হৃদয়টা শূণ্ মনে হয় কেন?
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১০ রাত ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



