somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসংগ : সিন্ডিকেট ব্লগিং

১০ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(প্লিজ লেখাটি মনযোগ দিয়ে পড়ুন। এটা কাউকে ডিফেন্ড করা পোষ্ট না। শুধুমাত্র কয়েকটা কনফিউশান দূর করার জন্য এই পোষ্ট। একজন সাধারন ব্লগার হিসেবে আমিও চাই সিন্ডিকেট ব্লগিং এর সমাপ্তি। কারন এটা স্বাভাবিক ব্লগিংকে বাধাগ্রস্থ করে। প্লিজ গালাগালি করবেন না। সারাজীবন শুধু এটাকেই ভয় পেয়ে এসেছি। অতি আক্রমনাত্বক ব্লগারদের এখানে আসার দরকার নেই।)

গত কয়েকদিনের ক্যাচলা/ক্যাচলিতে এটা প্রমানিত যে এখানে দুইটা গ্রুপ বিদ্যমান। এখানে গ্রুপ না বলে সমমনা কিছু ব্লগারের সম্মেলন বলা যেতে পারে। যেখানে একপক্ষে আছে ম্যাক্রফেজ, আধুনিক বাল্মীকি ব্লগার, চার্লি চ্যাপলিন, কমুনা, প্লিওসিন অথবা গ্লসিয়ার, অসময়ের আমি, জাতির নানা, মন্দের ভালো, বাধন ভাই এবং আরো অনেকে।

অন্যপক্ষে আছে জিসান শা একরাম, শিপু ভাই, ফারজুল আরেফিন, নষ্ট কবি, রিয়েল এবং আরো অনেকে। কিছু কিছু ক্ষেত্রে আমি ও আশকারিও এই গ্রুপের মধ্যে পড়ি। যদিও এখানে একমাত্র শিপু ভাই ছাড়া আর কারো সাথে আমার পরিচয় নেই।

উভয়ক্ষেত্রেই এই গ্রুপিংটা হতে পারে সংঘবদ্ধ, সমমনা অথবা ব্যক্তিগত বন্ধুত্বপুর্ণ বা শত্রুভাবাপন্ন সম্পর্ক থেকে (এটা একান্তই আমার নিজস্ব অভজারভেশন)। ব্যাপারটা ক্লিয়ার করছি।

যেমন আমি শিপু ভাইকে ভালো পাই। তাই উনার নামে কেউ কিছু বললে আমি উনার সম্পর্কে যতটুকু জানি তা থেকে উনার পক্ষালম্বনের চেষ্টা করেছি। এবং এটা নিজে থেকে, কারো প্রভাব থেকে নয়। শিপু ভাই ও বাধন ভাইয়ের ক্যাচালে আমার অবস্থানটা ছিল এরকমই। শিপু ভাইয়ের পক্ষ নিলেও আমি কিন্তু ওখানে বাধন ভাইকে এ্যাটাক করিনি। যাই হোক আমার ঐ সময়ের অবস্থান ভুলও হতে পারে।

ঠিক একই ভাবে জাতির নানা এবং বাধন ভাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রথম গ্রুপটার সাথে সংহতি প্রকাশ করেছেন। এটাই স্বাভাবিক। কারন জাতির নানার সাথে জিসান শা একরাম আর বাধন ভাইরের সাথে শিপু ভাইয়ের একটু তিক্ত সম্পর্ক আছে।

দ্বিতীয় গ্রুপটার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তারা সিন্ডকেট ব্লগিং এর সদস্য এবং নিজেদের স্বার্থে যাকে তাকে ছাগু ট্যাগ দিচ্ছে। এখন সিউর না হয়ে প্রথম গ্রুপটাও যদি যাকে তাকে সিন্ডিকেট মেম্বার ট্যাগ দেয় তাহলে দুই গ্রপের মধ্যে আমি কোন পার্থক্য দেখিনা।

এখন আসি আমার মূল বক্তব্যে। যেটা ম্যাক্রফেজ ভাইকে উদ্দেশ্য করে লেখা।------

গতকাল রাতে আপনি যে স্ক্রীনশট গুলো পাবলিশ করেছেন সে গুলো যদি সত্যি হয় তাহলে ধরেই নিতে হচ্ছে উনারা সিন্ডিকেটিং এর সাথে জড়িত। যেটা উনাদের সম্পর্কে আমার মনে একটা নেতিবাচক ধারনার সৃষ্টি করবে।

তবে একটা প্রশ্ন। যাদের বিরুদ্ধে সিন্ডিকেটিং এর অভিযোগ আনা হচ্ছে তারা কিন্তু সবাই আসল পরিচয়ে ব্লগে আছেন। আর যারা উনাদের বিপক্ষে কথা বলছেন তাদের মধ্য চয়ন, সবাক ও বাধন ভাই ছাড়া সবাই নিক নেমে আড়ালে ব্লগিং করছেন। আর এই তিনজন কিন্তু সরাসরি অ্যাটাকের সাথে জড়িত না।

এর সম্ভাব্য ব্যাখ্যাটা কি হতে পারে?

দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে স্ক্রীনশটে নাম গুলো লাল অথবা কালো কালি দিয়ে কাটা কেন?

আরেকটা কথা। আপনি যে স্ক্রীনশটগুলো প্রকাশ করেছেন আমার কাছে সেগুলো বাস্তবই মনে হচ্ছে। কিন্তু কয়েকজন ফটোশপের দোহাই দি্যে এগুলোর প্রতি সন্দেহ প্রকাশ করেছেন। আমিও ফটোশপ সম্পর্কে খুব উচ্চ ধারনা না থাকায় সম্পূর্ণ বিশ্বাস/অবিশ্বাস কোনটাই করতে পারছি না। এর পিছনে একটা কারনও আছে।

কবি শহিদুলের পোষ্টে সৃ ন এ এর কমেন্টে আমি আমার মত করে প্রতিবাদ জানিয়েছিলাম। কারন আমি মনে করি মুক্তিযুদ্ধ নিয়ে এ ধরনের মন্তব্য কোন মতেই গ্রহনযোগ্য নয়। তারপরও জানিনা কি কারনে আমাকে জিসান শা একরামের লোক বলে অভিহিত করা হয়েছিল।

পরে সৃ ন এ উনার বক্তব্য নিয়ে পোষ্ট দেন। সেখানে তিনি তার ভুল স্বীকার করে নেন। উনার মন্তব্যের সাথে বিরোধ থাকলেও আমি মনে মনে উনার প্রতি সহানুভুতি প্রকাশ করি। ধরেই নিই উনি আক্ষেপ থেকে এটা বলেছেন। যদিও উনার বক্তব্যকে কোন ভাবেই সমর্থন দেওয়া যায়না।

এরপর আসে অসময়ের আমি ভাইয়ের ফেবু সংক্রান্ত পোষ্ট। ওটা দেখে আমার মনে আর কোন সন্দেহ থাকে না যে উনি একটা মুখোশ পরিহিত ছাগু।

এরপর রাতুল_শার এর পোষ্টের সুত্র ধরে সৃ ন এ আমাকে উনার ফেবুতে ক্ষনিকের জন্য অ্যাড করেন। আমি উনার ছবি এবং রিসেন্ট অ্যাক্টিভিটি দেখে নিশ্চিত হই এটা উনার আইডি। পরে আমি উনার কাছে রাতুল_শাহ এর পোষ্টে ক্ষমা চেয়ে নিই।

এরপর থেকে আপনার স্ক্রীনশট দেখে আমি ১০০% নিশ্চিত হতে পারছি না। আশা করি আপনি এ সম্পর্কে আপনার বক্তব্য দেবেন।

যেকোন ব্লগারই এ সম্পর্কে মতামত দিতে পারেন।

সিন্ডিকেটের ইস্যুতে যারা অভিযুক্ত, তাদেরকেও এখানে নিজ নিজ অবস্থানের পক্ষে বক্তব্য বক্তব্য পেশ করার আহ্ববান জানাচ্ছি। কথা দিচ্ছি এখানে কেউ যাতে ব্যক্তি আক্রমনের শিকার না হয় এ ব্যাপারে আমি সজাগ থাকব।


একজন সাধারন ব্লগার হিসেবে আমিও চাই সিন্ডিকেট উন্মোচিত হোক। কিন্তু সেখানে যেন কোন সন্দেহের অবকাশ না থাকে।
যা সাধারন ব্লগারদের অনেক বিভ্রান্তি দূর করতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। সেই সংগে সামু তার স্বাধীন ও নির্মল ব্লগিং এর পরিবেশ ফিরে পাবে।

আশা করব এই পোষ্টে অংশগ্রহনকারী সবাই শালীনভাবে মন্তব্য করবেন।
কোন গালাগালি এবং প্রমান ছাড়া অযৌকিক কোন ব্যক্তি আক্রমন এখানে সমর্থনযোগ্য নয়।

সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১৫
১৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বরিষ ধরা-মাঝে শান্তির বারি

লিখেছেন বিষাদ সময়, ০৬ ই মে, ২০২৪ দুপুর ১২:১৬





মাসের আধিক কাল ধরে দাবদাহে মানব প্রাণ ওষ্ঠাগত। সেই যে অগ্নি স্নানে ধরা শুচি হওয়া শুরু হলো, তো হলোই। ধরা ম্লান হয়ে, শুষ্ক হয়, মুমূর্ষ হয়ে গেল... ...বাকিটুকু পড়ুন

=নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-৭ (আকাশ ভালোবেসে)=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৬ ই মে, ২০২৪ দুপুর ২:১৯

০১।



=আকাশের মন খারাপ আজ, অথচ ফুলেরা হাসে=
আকাশের মন খারাপ, মেঘ কাজল চোখ তার,
কেঁদে দিলেই লেপ্টে যাবে চোখের কাজল,
আকাশের বুকে বিষাদের ছাউনি,
ধ্বস নামলেই ডুবে যাবে মাটি!
================================================
অনেক দিন পর আকাশের ছবি নিয়ে... ...বাকিটুকু পড়ুন

পানি জলে ধর্ম দ্বন্দ

লিখেছেন প্রামানিক, ০৬ ই মে, ২০২৪ বিকাল ৪:৫২


শহীদুল ইসলাম প্রামানিক

জল পানিতে দ্বন্দ লেগে
ভাগ হলোরে বঙ্গ দেশ
এপার ওপার দুই পারেতে
বাঙালিদের জীবন শেষ।

পানি বললে জাত থাকে না
ঈমান থাকে না জলে
এইটা নিয়েই দুই বাংলাতে
রেষারেষি চলে।

জল বললে কয় নাউযুবিল্লাহ
পানি বললে... ...বাকিটুকু পড়ুন

সমস্যা মিয়ার সমস্যা

লিখেছেন রিয়াদ( শেষ রাতের আঁধার ), ০৬ ই মে, ২০২৪ বিকাল ৫:৩৭

সমস্যা মিয়ার সিঙ্গারা সমুচার দোকানে প্রতিদিন আমরা এসে জমায়েত হই, যখন বিকালের বিষণ্ন রোদ গড়িয়ে গড়িয়ে সন্ধ্যা নামে, সন্ধ্যা পেরিয়ে আকাশের রঙিন আলোর আভা মিলিয়ে যেতে শুরু করে। সন্ধ্যা সাড়ে... ...বাকিটুকু পড়ুন

এই মুহূর্তে তারেক জিয়ার দরকার নিজেকে আরও উন্মুক্ত করে দেওয়া।

লিখেছেন নূর আলম হিরণ, ০৬ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:২৬


তারেক জিয়া ও বিএনপির নেতৃত্ব নিয়ে আমি ব্লগে অনেকবারই পোস্ট দিয়েছি এবং বিএনপি'র নেতৃত্ব সংকটের কথা খুব স্পষ্টভাবে দেখিয়েছি ও বলেছি। এটার জন্য বিএনপিকে সমর্থন করে কিংবা বিএনপি'র প্রতি... ...বাকিটুকু পড়ুন

×