প্রথম পাদঃ
শত শতাব্দীর উদ্ভ্রান্ত বাউন্ডেলে
মহাকালের কল্পভেলায় ভেসে ভেসে
তৃষ্ণার্ত।
দু’হাত দশ অঙ্গুলি জড়ো করে বানিয়েছে অঞ্জলি
অমৃত সুধা পান করবে বলে-
কৃত্রিমতায় ঠাসা জগতে পরম সুহৃদ পায়নি
খুঁজে কাউকে।
ছাড়পত্র নেই বলে আবহমান টেনে যায়
একাকীত্বের রেখা।
নিঃস্বঙ্গতার গোলক ভেদ করে
সময়ের দাম্ভিক যান্ত্রিকতার সে শক্তি কৈ!
সুধাপাত্র হাতে তাই অপেক্ষাও করে না কেউ।
অন্তিম পাদঃ
শূন্যতা থেকে যাত্রা শুরু করে
সেই শূন্যতায় এসে সমাপ্তি।
পথের তৃষ্ণা তৃষ্ণাই রয়ে গেল...।
এই অনুভূতিই অস্তিত্ব প্রমাণের শেষ স্বাক্ষর-
অস্তিত্বহীনতার ধ্বংস স্তূপ থেকে রক্ষার’
তোমার এই বদান্যতার বিনিময় মূল্য
কেবলি ধন্যবাদ হতে পারে না কিছুতেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



