জীবন কেন শহরে ঠেলে দেয়
বারবার।
যার হৃদয়ে পড়েছে কংক্রিটের পলেস্তরা
ঘুমের ঘোরে সেও বারবার এপাশ ওপাশ করে
সোঁদা মাটির গন্ধের খোজে।
স্বপ্নের মধ্যেই ঢুকরে কেঁদে ওঠে
এক চিলতে কাঁদা মাটির জন্য।
রোদগলা গনগনে দুপুরে
পিচ ঢালা পথে হেটে হেটে
খুঁজে বেরিয়েছি নদীর বাক
কুলে আছড়ে পড়া ঢেউয়ের শব্দ।
ভুল ভেঙ্গেছে-
বিত্তশালীর চারচক্রের শকটের
অকারণ হর্শে-
থেমে যাইনি-
গাড়ির পুরু কাচ গলে বেরিয়ে আসা কিশোরীর দৃষ্টি
আকুতি করছিল বারবার-
‘নদীর ঘ্রাণ শুকতে দাও
ফসলী জমির আলপথে ছুটতে দাও
এলো চুলে বৃষ্টিতে ভিজতে দাও’
বলেছি- সব হবে।
হঠাৎ নাকে এসে লাগে চিরচেনা
পিঠার ঘ্রাণ-
এই কংক্রীটের শহরে খুজেঁ পাই
ঘোর ভাঙ্গা স্বাদ।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



