দিগন্ত ওই হাত-টা দেবে হাত-টা ধরি
নতুন করে আবার প্রেম রপ্ত করি
উড়ুক ঘুড়ি আকাশ পানে লাটাই-বিহী্ন
তুমি শুধু ভরশা দিও আনবো সু-দিন ।
সপ্ন ভাসুক হাওয়ায় হাওয়ায় প্রেম চাঁদৱে
বিনে সুতোয় গাঁথবো মালা নতুন করে
আবার বিশ্ব প্রেম বরষায় শিক্ত হবে
আবার প্রান প্রানের সাথে প্রান মেলাবে
আবার নদী বয়ে যাবে আপন-ধারায়
আবার প্রেমের চচা' হবে পাড়ায় পাড়ায়
গুমড়ে কাঁদে মনের মাঝে শুপ্ত আশা
আবার আসুক হারিয়ে যাওয়া ভালোবাশা ।
-ডালিয়া মাহবুব

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




