'ভাবের বাজারের আছে দোকান সারি সারি।
জাতে জাতে ধন লইআ বসিছে পশারি।
বাজারের চারি দোকান সবার পরধান।
এই চারি দোকানে বিকে মাল বদখশান।
পরথম দোকানে রাজপন্থ খোলা।
যে দোকানে লাগি আছে শরিওতর তালা।
দিতিআ দুকানে যেই করিয়াছে ছন্দি।
জগৎ ছত্রআলে যত সেই দোকানে বন্দি।
সেই দোকানে হইবে জগৎ উজালা।
সে দোকানে লাগিয়াছে তরিকতের তালা।
(চলবে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



