আমি এক,
একলা পথের একলা পথিক একলা পথে হাটি,
ধুলো ঢাকা রাস্তা ধরেই ওড়াই ধুলোমাটি।
আমার,
পথের ধারে রক্তজবা ফোটে হাসনাহেনা,
সুবাস ছড়ায় ভালোবাসায় অচেনাকে চেনা।
আমি,
সকল কিছু জানতে গিয়ে ভুলি আপন কিছু
ভুলগুলোকে সঠিক জেনে চলি ভুলের পিছু।
ভাবি,
এমনভাবে যায় যদি দিন যাকনা তবু কেটে,
নাইবা থাকুক কোর্মা পোলাউ মাতাল পানি পেটে।
হিমু হতে চাইনা আমি ভাবনাগুলো মিছে,
আপনভেবে পরকে ডাকি উপোস কাটাই নিজে।
দুঃখ আসুক স্বপ্ন ভাসুক
তবু,
আঁকি মনের ছবি,
নিজের জগত একলা সাজাই আমিই পথের কবি।
আমার,
কাব্যগুলো কেউ না পড়ুক কেউ না জানুক
থাকুক হৃদয়গাঁথা,
ফাল্গুনে সব হাওয়ায় ওড়ে ঝরায় শুকনো পাতা।
রাজ্য আমার বাদশাহ আমি সুখকে করি ফেরি,
নিজের হাতেই সুখ যে বিলাই হোকনা পথেই দেরি।
নিজের ঘাড়ে পরের বোঝা বইছি সোজা
থাকুক মুখে হাসি,
নিজেই মহান গাইছি এগান
নিজকে ভালবাসি।।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১১ রাত ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



