মন তোর
একদিন যেতে হবে ফিরে।
মোহমায়া খেলা কেটে যায় বেলা
ফেরার সময় আসে ধীরে
জানি,
একদিন যেতে হবে ফিরে।
চেনা প্রিয় মুখ ছুঁয়ে দেখা সুখ
চেনামুখ হারাবে যে মুখের ভীড়ে
তবু,
একদিন যেতে হবে ফিরে।
জমি জমা বাড়ি মায়া ছিল ভারি,
ছেড়ে যেতে হবে তবু অন্তিম নীড়ে
ভাবি,
একদিন যেতে ফিরে।
ভাসো যত দূর হয়ে নেশাতুর
আসতেই হবে জানি তীরে
মায়ার জগত ছেড়ে যেতে হবে ফিরে।
বাধা পা’য়ে বেড়ী হবে নাতো দেরি
ডাক এলে যেতে হবে ফিরে
একদিন যেতে হবে অন্তিম নীড়ে।।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



