জীবন এখানে আলো থেকে অন্ধকার হয়ে আসে,
রক্তের সোদা গন্ধে বমি বমি ভাব
কার্বনডাইঅক্সাইডে পরিপূর্ণ ধ্বংশস্তুপে
মরে মরে বেঁচে থাকা,
নিশ্বাস নিতে বড় কষ্ট হয়।
জীবন এখানে দেয়ালের ভাঙ্গা ফোকরে
আলো দেখার স্বপ্ন
নিশ্বাস টেনে নেয়ার স্বপ্ন
আবার নতুন করে বেচে থাকার স্বপ্ন।
জীবন এখানে হাসপাতালের বেডে শুয়ে আবার বাচার স্বপ্ন
সন্তানকে বুকে জড়িয়ে অথবা মায়ের বুকে
পরম নির্ভরতায় আশ্রয় নেয়ার স্বপ্ন,
মা'গো আর যাবোনা তোমার আচল ছেড়ে।
জীবন এখানে এক ব্যাগ রক্তের জন্য অপেক্ষার গল্প
যেখানে সবার রক্ত লাল
আস্তিকের এবং নাস্তিকের
মুসলমান এবং হিন্দুর।
জীবন এখানে সবার উপর মানুষ
হাতে হাত রেখে মানবিকতার সংগ্রাম
আবার বেঁচে ওঠার গল্প।।
২৫.০৪.১৩
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



