এরশাদ তার ট্রাডিশনাল মিত্র শেখ হাসিনার দিকেই ঝুকবেন, এমন ধারণা অনেকের মধ্যেই ছিল ক্রিয়াশীল।
1982 সালে এরশাদের অবৈধ ক্ষমতা দখলকে স্বাগত জানিয়েছিলেন হাসিনা। বলেছিলেন, 'আই অ্যাম নট আনহ্যাপি।'
1986 সালে সব রাজনৈতিক দলের মিলিত সিদ্ধান্ত ভেঙে শেখ হাসিনা গভীর রাতে এরশাদের পাতানো খেলার নির্বাচনে অংশ নিয়েছিলেন।হয়েছিলেন স্বঘোষিত "জাতীয় বেঈমান!"
1991 সালে গণতন্ত্র প্রতিষ্ঠার পর বিএনপি সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে সহিংস আন্দোলনে এরশাদের জাতীয় পার্টিও ছিল শরিক।
এরপর 1996 সালের সংসদ নির্বাচনের পর নির্বাচনী ফলাফল পুরোপুরি প্রকাশের আগেই এরশাদ জেলে থেকেই শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে সরকার গঠনে সাহায্য করেন।
1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানে ফিরে গিয়ে এরশাদ বিতর্কিত ভূমিকা পালন করা সত্ত্বেও স্বাধীন বাংলাদেশের সামরিক কর্মকতর্া হিসেবে মুজিব আমলে এরশাদ ইনডিয়ার দেরাদুনে ট্রেনিং নিতে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। শেখ হাসিনার অনুরোধে(!) এরশাদকে এ সুযোগ দেয়ার জন্য তাকে সেনাবাহিনীতে এক ধাপ পদোন্নতিও দেয়া হয়েছিল।
কবে শেষ হইবো হেতাগো মধুচন্দ্রিমা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


