
আবার যখন আসবি , এক মূঠ উষ্ণতা সঙ্গে করে আনিস ।
ছড়িয়ে দিবি সন্ধ্যের বাতাসে এক ঝাক জোনাকির মতো ।
বুক ভরে টেনে নেব সেই উষ্ণতার সুবাসখানি ।
আবার যখন আসবি , খুব করে আষ্টেপিষ্ঠে জড়িয়ে ধরিস ।
তোকে দ্বিতীয় বার হারানোর ভয় টুকু
কাটিয়ে দিস হাড়ে চিড় ধড়া আলিঙ্গনে ।
এবার এলে তোকে আর যেতেই দেব না ।
রাস্তার ধারে সিরিশ তলে জমিয়ে রাখা বিকেল গুলো
মুড়ির ঠোঙ্গায় তেলে ভাজায় মিলিয়ে দেব ।
চোখের কোনায় হারিয়ে যাওয়া রঙ্গীন আঁচল খুজে দেব ।
আবার আসিস , আসিস কিন্তু ।
দিলি না হয় সাত সমুদ্দুর তের নদী পারি
তবু জানিস অপেক্ষাতে রইছি কজন বন্ধু তোরি ।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



