অনন্ত আকাশ ছুয়ে বলছি ভালো নেই।
ঘন কালো মেঘের প্রতিক্ষায় কাটিয়ে দেয়া ক্ষন গুলো
এখন বড্ড এক ঘেয়ে লাগে। ঘোলাটে মেঘ খেলা করে
আসমানের দূর দিগিন্তে। মেঘ বলছে সে ভালো নেই।
অসহ্য তাপদাহে যে সুর্য রশ্মি কে শাপ শাপন্ত করছি
চর্ম পিষ্ঠ পুড়িয়ে দেবার দায়ে।
আজ তাকেই প্রার্থনা করি প্রতি নিয়ত।
এক মুঠ আলো, এক মুঠ রশ্মির তরে।
সে লুকিয়ে গেছে হলদেটে জন্ডিস আক্রান্ত মেঘের আড়ালে।
ভালো নেই, আমি ভালো নেই।
আমরা ভালো নেই। আমাদের ভালো থাকা হয় না।
ভালো থাকার প্রতিনিয়ত চেষ্টা কেবল ব্যার্থতার
আবর্জনায় জড় হয় আবর্জনাগারে।
শহরের কোনায় কোনায় উপচে পরে আবর্জনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


