
একান্ত এক সকালের আভায়, জেগে ওঠে চরাচর,
ঘুমন্ত পাখির পালক ছুঁয়ে সময় কাঁপে মৃদু সুরে।
যদি আসে ডাক হঠাৎ, কোনো দমকা হাওয়ার মত,
কিছুই রাখার নয় তখন, সবই ছিল যেন ভাড়াটে ঘরে।
রয়ে যাবে কিছু ধুলোভরা ছবি, টেবিলের কোনে।
মুছে যাওয়া নাম, না বলা কথা, চরা সুদে ধার করা নিঃশ্বাস।
চোখের পাতায় চুমু খায় অতীত, ঝাপসা, জলগ্রস্ত।
কে জানে কোথা থেকে আসে জল?
কোথাও যেন বাজে বাঁশি, ধীরে ধীরে ফেলে পদচিহ্ন,
অদৃশ্য এক চরণ ছায়া হেঁটে যায় সময়ের সিঁড়ি বেয়ে।
এই তো জীবনের ছায়াকৃতি, আঁধার ও আলো মিলিয়ে,
শেষ মুহূর্তে কেউ চায় না কান্না, শুধু চায় শান্তি আর অখণ্ড নিরাবতা।
দরজাটি খুলে রেখো, যদি আসে অনাহুত সকালের ধ্বনি,
তাকে যেন বলতে পারি, এসো, আমিও প্রস্তুত।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০২৫ দুপুর ১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



