১। স্বাস্থ্যখাতে সরকারের নিয়ন্ত্রণ নেই তা আজ স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসকদের সেবা দেয়ার অনুরোধ এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক ভাবে প্রকাশ হলো। ডাক্তারদের সুরক্ষার ব্যবস্থা করতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে, আর তার অবধারিত প্রভাব সাধারণ জনগণের উপর পডছে। তাই মানুষ আজ করোনার মত ভয়াবহ ব্যাধিতে মারা যাচ্ছেনা। দেশের মানুষ আজ সাধারণ জর, সর্দি, কাশি নিয়ে এ হাসপাতাল থেকে সে হাসপাতাল ঘুরে ঘুরে মৃত্যুর স্বাদ গ্রহণ করছে।
২। পত্রিকায় এবং টিভিতে রিপোর্ট আসছে সরকার ঘোষিত নির্ধারিত হাসপাতল পর্যন্ত করোনা সন্দেহে রোগী নিচ্ছেনা। তাহলে কোন হাসপাতালে এদেশের মানুষ চিকিৎসা পাবে??? এ সকল রিপোর্ট কি পদে আসীন লোকেদের চোখে পডে নাকি পডেনা???? নাকি পদ্মা সেতু আর মেট্রো রেলের উন্নয়ন এর চাপায় চিকিৎসা পাওয়ার মৌলিক চাহিদাটুকু ও হারিয়ে গেছে!!!
৩। যে মানুষটি মাসে ১৮-২০ হাজার টাকা আয় করলে রাষ্ট্র তার উপর কর আরোপ করছে, ভালো একটা দোকানে খেতে গেলে ভ্যাট দিতে হচ্ছে, জামেলামুক্ত সুপারশপে বাজার করলে ভ্যাট দিতে হচ্ছে। তার আজ চিকিৎসা পাওয়ার অধিকার হারিয়ে গেছে???? এগুলার জবাব কি? এবং কে দিবে এর জবাব??? মধ্যবিত্ত বেচারাম লোকগুলা শুধু দিয়েই যাবে, আর পদ এবং পদবী ওয়ালা শুধু নিয়েই যাবেন????
৪। যারা জীবনবাজি রেখে দেশ স্বাধীন করলো সে মুক্তিযোদ্ধাও হাসপাতাল টু হাসপাতাল ঘন্টার পর ঘন্টা ঘুরে চিকিৎসা পায়না???? চেতনা ব্যবসায়ীদের এখন চেতনাও কোয়ারেন্টিনে চলে গেছে। সুশীলরা যারা মুক্তিযুদ্ধের চতনা বিকিতে থাকেন তারাও এখন চোখে হলুদ গ্লাস দিয়ে বসে আছে। এর জবাব সবাইকে একদিন দিতে হবে।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০২০ রাত ৮:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




