হে ক্ষমতাবান, তুমিই বলেছিলে রূঢ়কণ্ঠে,
”দাও আমায় রক্ত,আমি রক্তপিপাসু, রক্ত চোষা।”
রক্ত ঝরেছে তাই অলিতে-গলিতে,পথে পথে।
রক্তিম আভায় উদ্ভাসিত আজ অথৈ সাগর,
বারংবার বলছে,” কত রক্ত? আর কত?
রক্তের নিশানা আজ বিত্তে,বৈভবে,অট্টালিকায়।
বলেছিলে তুমি,”শহর তোমায় ডাকে কাজের আশায়,”
পথভ্রষ্ট আমি, লাশ হয়ে তাই ঘরে ফেরা।
বেপরোয়া যান আর তর সয়না,
রাস্তায় সে আঁকে আমার রক্তের আলপনা।
বলেছিলে তুমি,”বড় বড় অট্টালিকা,নতুন সমাজ,”
কোমল বাসনায় বেঁধেছি তাই হরেক বর্ণিল স্বপ্ন ।
মুখোশ পরিহিত বন্ধুর হাতে আজ আমার রক্তের ছাপ।
বলেছিলে তুমি, ”স্বল্প বেতনে দুবেলা দুমুঠো অন্ন ,”
ক্ষুদ্র মনোকামনায় হয়েছি আমি অন্যের ঘরের দাস।
ভদ্র পল্লীর ভদ্র মানুষের হাতে আমি নির্যাতিত,
ঘরের মেঝেতে তার আমার রক্তের ছাপ।
বলেছিলে তুমি,”হে পরাধীন স্বাধীন তুমি হবে ? ”
অবিবেচনাপ্রসুত রাজি হয়েছি স্বাধীনতা পাব কবে?
জানতাম কি তোমার হাতেই লেখা আমার মৃত্যু?
আর কেউ নয়? আর কেউ নয়? তুমিই আমার শত্র“।
চলেছি আমি অজানা পথে অন্ন জীবিকারআশায়,
এতেই আমি তোমার ভৃত্য,তোমার হাতের নাটাই।
রক্ত তুমি চোষণ করেছ, করেছ আমায় ছারখার,
জেনেও আমি তোমায় খুঁজি, প্রত্যহ বারংবার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




