কে সে ? আলোকবর্তিকা হাতে,
পথ চলে ছায়ার মত সাথে সাথে।
প্রজাপতির মতো পাখা মেলে,
রঙ্গিন স্বপ্নে বিভোর মনোরতে।
সুদূর আকাশে পাখি হয়ে,
পাখা মেলে উড়ে যায় অজানা পথে।
গোলাপের øিগ্ধ সুবাসিত মায়ায়,
রঙ্গ ছড়িয়ে যায় আকাশে বাতাসে।
স্বাধীন হয়ে মুক্তমনে ছুটে চলে কে সে?
সে কি রহস্য ঘেরা কোন কল্পকাহিনী?
নাকি বাস্তবতার বেড়াজালে আবৃত কাঠিন্য।
ঘন তমিসার মাঝে সামান্য আলো সে।
সে যেই হোক!সে বেঁচে আছে,
থাকবে অনন্তক্লাল সাধনা হয়ে।
কেননা সে আমার প্রেরণা ,আমার স্বপ্ন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




